সকল মেনু

বন্যায় পুকুরের মাছ ভেসে গেছে

khagrachari-pic-(5)

নিজস্ব প্রতিবেদক-ফেনী, হটনিউজ২৪বিডি.কম ২৭ জুলাই : গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের পানিতে সৃষ্ট বন্যায় ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীতে বিভিন্ন পুকুর, দিঘী ও খামার থেকে প্রায় অর্ধকোটি টাকার মাছ ভেসে গেছে। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, সৃষ্ট বন্যায় ফেনীর ৩ উপজেলায় মৎস্য চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছে। ওই উপজেলাগুলোতে ৭৮০টি দিঘী ও পকুরের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় পুকুরের মাছগুলো ভেসে গেছে। এতে করে অন্তত ৫৬ লাখ ২০ হাজার টাকার ক্ষতির মুখে পড়েছে তারা। এর মধ্যে ছাগলনাইয়া উপজেলায় ৪২০টি পুকুর থেকে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মাছ ভেসে গেছে। ফুলগাজী উপজেলার ২৫০টি পুকুর থেকে ১৬ লাখ ২০ হাজার টাকা ও পরশুরাম উপজেলার প্রায় ১১০টি পুকুর থেকে প্রায় ২৫ লাখ টাকার মাছ ভেসে গেছে বলে দাবী করেছে জেলা মৎস্য বিভাগ। পরশুরাম উপজেলার খামারী জয়নাল জানান, বন্যার শুরুতে কোনো রকম টেনে টুনে জাল দিয়ে মাছগুলো আটকিয়ে রাখতে পারলেও শনি-রোবারের  টানা বর্ষণে সবগুলো মাছ ভেসে গেছে। ফুলগাজী উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল হক নামে এক মৎস খামারী জানান, তার প্রজেক্টের সবগুলো পুকুর থেকে মাছ ভেসে গিয়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতির মধ্যে পড়েছেন তিনি। জেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, জেলার প্রায় সব উপজেলাতেই পানির ওভার ফ্লো’র কারণে মৎস্যজীবীদের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top