সকল মেনু

কোটচাঁদপুরে যুবকের লাশ উদ্ধার

mail.google.comএস,আই মল্লিক, ঝিনাইদহ: এক মাসের ব্যবধানে ঝিনাইদহের কোটচাঁদপুরের পল্লী থেকে আবারও এক যুবকের লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। রোববার বিকেলে উপজেলার এড়ান্দা গ্রামের আমিরুল মাষ্টারের বাড়ির দূরবর্তী একটি পুকুর থেকে তার ভেসে ওঠা মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের নাম ইয়াকুব আলী (৩০) । সে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার শামছু আলম খানের পুত্র। ইয়াকুব দীর্ঘদিন যাবৎ ঢাকায় অবস্থান করে ভাড়ায় মাইক্রো বাস চালাতো বলে জানা গেছে। জানা যায়, রোববার বিকেলে এড়ান্দা গ্রামের ওই পুকুরের কচুরিপানার মধ্যে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ বিকাল ৫টার দিকে তার লাশ উদ্ধার করে। শ্বাসরোধ করে হত্যার পর তার শরীরে ইট বেঁধে পুকুরে ডুবিয়ে দেয়া হয় এবং ৪/৫ দিন আগে খুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। এদিকে মৃত ইয়াকুবের খালাতো ভাই এরশাদ জানান, গত ১৬ জুলাই ইয়াকুব মাইক্রো বাসের ভাড়া নিয়ে ঢাকা থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। ভোর ৪টার দিকে সে আমাকে বলে আমি কালীগঞ্জ থেকে ১০ কিলোমিটার ভিতরে আছি। এরপর থেকে আর তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার এসআই জয়নাল আবেদীন জানান, মৃত ব্যক্তির ময়না তদন্ত শেষে পরিবারের লোকজন লাশ সনাক্ত করলে মরদেহ হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ১৬ জুন উপজেলার ফাজিলপুর গ্রামের একটি ল্যাট্রিনের হাউজ থেকে অজ্ঞাত (২০) যুবকের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তবে এ পর্যন্ত ওই যুবকের কোন পরিচয় মেলেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top