সকল মেনু

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার

mail.google.comসাতক্ষীরা প্রতিনিধি: রাজনৈতিক প্রতিহিংসার কবল হতে রেহাই পেলনা ঈদের ছুটি কাটাতে আসা বিশ্ববিদ্যালয় প্রফেসর । সাতক্ষীরা সদরের চৌবাড়িয়া গ্রাম থেকে শুক্রবার সন্দেহাতিত ভাবে  গ্রেফতার হন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রবিউল ইসলাম। ঈদের ছুটতে গ্রামে এসে এমন হেনস্থার শিকার হন তিনি। তার নিজ এলাকায় খবর নিয়ে জানা যায় সহিংসতা মূলক কোন কাজে তিনি জড়িত নন । ইতিপূর্বে তার নামে কোন থানায় মামলা মকদ্দমা নেই। তার পরিবারের কাছ থেকে জানা যায় ১৯৯৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সহিত পড়ালেখা শেষ করেন এবং তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ায় ২০০৩ সালে সে সময়কার রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক পান । তারপর থেকে তিনি ‘কর্মজীবনে’ যোগদান করেন। প্রথমে নর্দান বিশ্ববিদ্যালয় এৰং পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাছাড়া তাৱ নিজ কর্মস্থলে খোজ-খবর নিয়ে জানা যায় সে খুবই বন্ধুত্বপূর্ণ । তাৱ কোন রাজনৈতিক দলের সাথে সম্পক আছে বলে জানা নেই, তার পরিবার মনে করছে পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এলাকার ভূমিদস্যুরা প্রশাসনকে কে ভূল বুঝিয়ে এমনটি করেছে, কারন কিছুদিন ধরে প্রফেসর রবিউল এর মোবাইলে অচেনা নাম্বার থেকে কল করে এবং মেসেজ লিখে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। তার নিজের জমিতে ভূমিদস্যুদের  কে ক্লাব বানাতে না দিলে বড় ক্ষতি করবে বলে হুমকি দিয়ে আসছিল।তারই পরিপ্রেক্ষিতে এমনটি করেছে। প্রশাসনের কাছে পরিবারের একটাই দাবি তাকে কোন হেনস্থা ছাড়াই  স্বসস্মানে মুক্তি দিয়ে তার নিজ কর্মস্থলে যোগদানের সুযোগ  দেয়া হোক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top