সকল মেনু

শান্তিতে ঈদ করছে মানুষ : প্রধানমন্ত্রী

PM1437216361নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের সুব্যবস্থার কারণে দেশের মানুষ শান্তিতে ও নির্বিঘ্নে ঈদ করতে পারছে।

শনিবার দুপুরে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও পুত্রবধু ক্রিস্টিনা ওভারমায়ার  এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও তার স্বামী খন্দকার মাশরুর হোসেনসহ তাদের সন্তানরা।

প্রধানমন্ত্রী বলেন, ‘এবার রেল, সড়ক ও নৌপথে মানুষ যেন ভালোভাবে চলাচল করতে পারে সে ব্যবস্থা আমরা করেছি। এবার মলম পার্টি, অজ্ঞান পার্টি নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘২০১৫ সালের শুরু থেকে বিএনপি-জামায়াত যে ধ্বংসাত্মক কার্যক্রম শুরু করে তাতে দেশের অনেক ক্ষতি হয়েছে। তারা গাড়ি, রেলের বগি পুড়িয়ে দিয়েছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যাত্রীসেবা নিশ্চিত করতে রেলমন্ত্রী অনেক পরিশ্রম করেছেন। অতিরিক্ত পরিশ্রমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের যোগাযোগমন্ত্রী নিজে বিভিন্ন এলাকায় ঘুরে কাজের তদারকি করেছেন।’

তিনি বলেন, ‘এবারের ঈদে ঘরে ফেরা নিয়ে পত্রিকাগুলো লেখার সুযোগ পায়নি। মানুষ নিরাপদে সবকিছু করতে পেরেছে। শুধু ঢাকা নয়, সারা দেশে সবাই প্রচুর কেনাকাটা করেছে। কোথাও কোনো রকম দুর্ঘটনা ঘটেনি।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখন জনগণের কল্যাণে কাজ করে। নিয়ত ভালো থাকলে ফল যে পাওয়া যায়, তাও আজ প্রমাণিত।’

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ দক্ষতার পরিচয় দিয়েছে। প্রবৃদ্ধি অর্জন ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে সমাদৃত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের কাজে গতি আনতেই সম্প্রতি মন্ত্রিসভায় রদবদল আনা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘মাঝে মাঝে মন্ত্রিসভায় পরিবর্তন আনলে কাজের গতিশীলতা বাড়ে। আর মানুষের আগ্রহও বাড়ে।’

শুভেচ্ছা বিনিময়ের শুরুতে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আর্ন্তজাতিক সম্পাদক ফারুক খান, কৃষি বিষয়ক সম্পাদক ড.আব্দুর রাজ্জাক প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top