সকল মেনু

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

index

নিজস্ব প্রতিবেদক-মানিকগঞ্জ, হটনিউজ২৪বিডি.কম ১৪ জুলাই : মানিকগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ৭ জন। সোমবার রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাদ পরিবহণের (চট্র মেট্রো-দ-১১-০০১৭) একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কে বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে তকদীর মোল্লা (৭০) নামের এক বাসযাত্রীর পরিচয় জানা গেলেও বাকিদের পরিচয় জানা যায়নি। তকদীর মোল্লার বাড়ি নড়াইল জেলার লোহাগড়ায়। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top