সকল মেনু

বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস, ৩ নম্বর সতর্কতা সংকেত

1435730792

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৯ জুলাই : দেশের দক্ষিণাংশ ও উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বুধবার রাতভর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। যা আরো ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রভাবে বঙ্গোপসাগর ও এর আশেপাশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর (০৩) স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার সন্ধ্যা ৭টা থেকে বৃহস্পতিবার সক‍াল ৭টা পর্যন্ত গত ১২ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে। সেখানে ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর একই সময়ে ঢাকায় এ বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩৬ মিলিমিটার। এছাড়া ফেনীতে ১৫২ মিলিমিটার, বরিশালে ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহী, সিলেট, রংপুর ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায়ও উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর (০৩) স্থানীয় সতর্কতা সংকেতের কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে । অন্যদিকে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের অভ্যন্তরীণ নৌ-বন্দরগুলোকে ২ নম্বর (০২) স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতর আরও জানায়, বুধবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে। সেখানে ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া রাজশাহী, সিলেট, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বরিশালের প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top