নিজস্ব প্রতিবেদক-মানিকগঞ্জ, হটনিউজ২৪বিডি.কম ০৮ জুলাই : মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বেতিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খলিলুর রহমান সদর উপজেলার পালড়া গ্রামের ওসমান গণির ছেলে। পুলিশ জানায়, রাত ৯টার দিকে খলিলুর রহমান বাড়ি থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় মানিকগঞ্জগামী একটি লেগুনা তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
হটনিউজ২৪বিডি.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।