সকল মেনু

কুষ্টিয়ার কুমারখালী গুদাম থেকে ফেরত গেল ব্রাজিলের গম

1436123631

নিজস্ব প্রতিবেদক-কুষ্টিয়া, হটনিউজ২৪বিডি.কম ০৬ জুলাই : অবশেষে কুমারখালী খাদ্য গুদাম থেকে ব্রাজিলের গম ফেরত গেল। ব্রাজিল থেকে আমদানিকৃত গম কুমারখালী খাদ্য গুদামে গুদামজাত করার পূর্ব মুহূর্তে সরকার দলীয় এমপি ও স্থানীয় জনতার প্রতিরোধের মুখে গত শনিবার সন্ধ্যায় খুলনা বিভাগীয় খাদ্য গুদামে ওই গম ফেরত পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীসূত্র ও খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, খুলনা সরকারি খাদ্য গুদাম থেকে ১৪টি ট্রাক বোঝাই ২৩৪ টন গম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খাদ্য গুদামে সংরক্ষণের জন্য পাঠানো হয়।   কিন্তু ব্রাজিলের অতি নিম্নমানের গম সরবরাহ করা হয়েছে খবর পেয়ে কুষ্টিয়া-৪ আসনের সরকার দলীয় এমপি আব্দুর রউফ বিগড়ে যান এবং ঘটনাস্থলে ছুটে এসে ওই পচা গম খাদ্য গুদামে গুদামজাত করতে বাধা দেন। পরবর্তীতে দলীয় কিছু লোক এবং স্থানীয় বিক্ষুব্ধ জনতা এসে কর্মকর্তাদের ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করে। এসময় খাদ্য গুদাম এলাকাসহ পুরো কুমারখালী জুড়ে হৈ-চৈ পড়ে যায়। এদিকে এমপি ও জনতার প্রতিরোধে অবশেষে খাদ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা দিনভর অপেক্ষার পর ১৪টি ট্রাক ভর্তি ২শ’ ৩৪ মেট্রিক টন পচা গম খুলনা বিভাগীয় খাদ্য গুদামে ফেরত পাঠিয়ে দেয়। অপরদিকে ঘনিষ্ঠ সূত্র জানায়, খুলনা খাদ্য গুদামে গম না পাঠিয়ে কর্মকর্তাদের যোগসাজশে টিআর ও টেস্ট রিলিফ প্রকল্প কাজের সাথে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কয়েকজন ব্যবসায়ী ভুয়া প্রকল্পের অনুকূলে নিম্নমানের ওই গম রাতের আঁঁধারে উত্তোলন করে ঘটনাটি ধামাচাপা দেয়ার অপচেষ্টা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্য বিভাগের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা জানায়, পরীক্ষা ছাড়াই সরবরাহকৃত গম খালি চোখেই দেখা যাচ্ছে পচা ও নিম্নমানের। কিন্তু সরকারি চাকরি করায় আমাদের হাত বাঁধা ও মুখ বন্ধ বলে তারা মন্তব্য করেন। এদিকে এমপি আব্দুর রউফ ও স্থানীয় জনতা ঘটনাটি সুষ্ঠু তদন্ত দাবি করেন। এ ব্যাপারে খাদ্য বিভাগের কর্মকর্তা শাহাবুল আলম জানান, সরবরাহকৃত ১৪ ট্রাক গম ফেরত পাঠানো হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top