সকল মেনু

জার্মানিকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

1436126421

ক্রীড়া ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ০৬ জুলাই : দুবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে নারী বিশ্বকাপে তৃতীয় স্থান পেয়েছে ইংল্যান্ডের মেয়েরা। অতিরিক্ত সময়ের খেলায় পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার ফারা উইলিয়ামস। জার্মানির বিরুদ্ধে এটিই তাদের প্রথম জয়। পুরুষ দলের ১৯৬৬ বিশ্বকাপ জয়ের পর মেয়েদের এ সাফল্যকে দেখা হচ্ছে ইংল্যান্ডের কোন দলের সেরা অর্জন হিসেবে। বিশেষ করে জার্মানি যখন নারী ফুটবলে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন। কানাডার এডমন্টনের কমনওয়েলথ স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে ফেবারিট হিসেবে মাঠে নামে বিশ্ব র‌্যাংঙ্কিংয়ে এক নম্বরে থাকা জার্মানি। যদিও শুরু থেকেই তাদের সাথে সমানতালে লড়তে থাকে ইংল্যান্ড। উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলা উপহার দেয় ভক্তদের। কিন্তু দু’দলের খেলোয়াড়দের ব্যর্থতা এবং গোল রক্ষকদের নৈপুণ্যে মূল খেলা গোলহীনভাবে শেষ  হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। জার্মান ডিফেন্ডার টাবেয়া কেমে বদলি খেলোয়াড় লিয়ান্নে স্যান্ডারসনকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। ১০৮ মিনিটে স্পট কিক থেকে গোল করে ইংলিশদের জয় এনে দেন উইলিয়ামস। ফলে তৃতীয় হওয়ার মধ্য দিয়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে সফল বিশ্বকাপটি শেষ করলো কোচ মার্ক স্যাম্পসনের দল।- সকারওয়ে
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top