বেলাব(নরসিংদী) প্রতিনিধি : বেলাবতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে রনি নামে একজন কলেজ ছাত্র নিহত ,২০ জন আহত,লুটপাট সহ অর্ধশতাধিক বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ৩ জুলাই শুক্রবার দুপুর সাড়ে বারটায় উপজেলার সররাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১ জুলাই বুধবার সন্ধ্যায় নিলক্ষীয়া গ্রামের দিদার বাড়ির আক্তার মিয়ার সাথে একই গ্রামের জুগি বাড়ির বাবুল মিয়ার ছেলে রিক্সাচালক এবায়দুল্লাহর সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। ঘটনাটি স্থানীয় স্কুল জহির উদ্দীন ও বড় বাড়ির সুলমান ঐ দিন রাতেই স্থানীয় ভাবে মিমাংসা করে দেন। এ ঘটনায় এরই জের পরদিন বৃহস্পতিবার এবায়দুল্লাহর পিতা মোঃ বাবুল মিয়া স্থানীয় নিলক্ষীয়া বাজারে এসে বড় বাড়ির লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পরদিন শুক্রবার সকালে বড়বাড়ির লোকজন জুগি বাড়ির বাবুল মিয়াকে গালিগালাজের কারন জিজ্ঞাসা করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এসময় উভয় গ্র“পের লোকজন দা,লাঠি সহ দেশীয় অস্ত্র সজ্জ্বিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে জুগি বাড়ির লোকজনের বল্লমের আঘাতে বড় বাড়ির মোক্তার হোসেনের কলেজ পড়–য়া ছেলে মোঃ রনি মিয়া গুরুতর আহত হয়। আহত রনিকে ভৈরব চন্ডিবের হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হলে মূশূর্ষ অবস্থায় ঢাকা নেয়ার পথে মৃত্যু ঘটে।
এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত বড় বাড়ি ও দিদার বাড়ির লোকজন জুগি বাড়িতে হামলা চালিয়ে গরু,ছাগল লুটপাট সহ প্রায় অর্ধশতাধিক বাড়িঘর অগ্নিসংযোগ করে। এসময় ৪ টি নসিমন,ঘরের আসবাব পত্র প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে।
বর্তমানে এলাকার অবস্থা থমথমে। এ এস,পি সার্কেল মোস্তাক আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি শান্ত রাখার জন্য বেলাব,নরসিংদী থেকে প্রায় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে বেলাব থানার ওসি বদরুল আলম খান বলেন,লেখার সময় পর্যন্ত কোন পক্ষই থানায় কোন মামলা দায়ের করেনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।