সকল মেনু

টাঙ্গাইলে বাসের ধাক্কায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

Tangail-Accident-Pic-4জেলা প্রতিনিধি,টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিবপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় দিকে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- অটোরিক্সা চালক ধনবাড়ি উপজেলার বানিয়াবাড়ি গ্রামের কবির (৩০) ও ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামে আবদুল আজিজ (৪০)। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছে।

টাঙ্গাইলের ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. আসাদ মিয়া জানান, সকাল সাড়ে ৯টায় মহাসড়কের শিবপুরে টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।

গুরুতর আহত দুইজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও এক যাত্রী মারা যান। দুর্ঘটনার সময় হেলপার বাসটি চালাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top