নিজস্ব প্রতিবেদক-চাঁপাইনবাবগঞ্জ, হটনিউজ২৪বিডি২৪.কম ০২ জুলাই : চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছে। জেলার শিবগঞ্জ উপজেলা সীমান্ত থেকে আশরাফুল ইসলাম (৪০) নামে এ বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রঘুনাথপুর সীমান্তের লক্ষীপুর চর এলাকা থেকে লাশটি উদ্ধার করে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। তিনি উপজেলার দুলভপুর ইউনিয়নের চরহাসানপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ধারণা, সীমান্ত দিয়ে গরু আনা-নেওয়ার সময় ভারতের ২০ বিএসএফ নিমতিতা ক্যাম্পের সদস্যদের গুলিতে তার মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির পরিচালক লেফটেনেন্ট কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, এ ঘটনায় বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হবে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আশরাফুলের পিঠে গুলির চিহ্ন রয়েছে।
হটনিউজ২৪বিডি২৪.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।