এসএস মিঠু , জয়পুরহাট : নতুন বাজেটে সারাদেশের সমবায় সমিতি গুলোর ওপর ১৫শতাংশ আয়কর চালু করার প্রস্তাব প্রত্যাহারের দাবিতে- জয়পুরহাটে মানববন্ধন করেছে সদর উপজেলার শিক্ষক-কর্মচারী সমবায়ীরা ।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১১টায় জয়পুরহাট সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উদ্দ্যোগে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের সামনের সড়কে ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের জেলা ব্যবস্থাপক মহরুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
বক্তারা সমবায়ীরা তাদের ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন করে কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র বিমোচন ও প্রবৃদ্ধি অর্জনে বিশেষ অবদান রাখছে দাবি করে অবিলম্বে সমবায়ীদের ওপর থেকে প্রস্তাবিত ১৫শতাংশ আয়কর প্রত্যাহারের দাবি জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।