এম.এফ.এ মাকাম: পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরে হতদরিদ্র চরাঞ্চলের চারশ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। গত শুক্রবার বিকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া এলাকার বেসরকারী সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র চরাঞ্চলের চারশ পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহাবদ্দিন খান,স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ওবাইদুল্লাহ,ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কর্মকর্তা মোঃ জাফর আলম,হারাধন দেব,জাহিদুর রহমান,সুশান্ত চন্দ্র রায়,ইউসুফ আলী সহ আরো অনেকে। ইসলামিক রিলিফ বাংলাদেশ সহায়তায় রমজানে চারশ পরিবার কে ২৫ কেজি করে চাল,৩ কেজি করে ডাল,আড়াই কেজি করে চিনি ও আড়াই লিটার তেল এবং আড়াই কেজি করে ছোলা বিতরন করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।