সকল মেনু

কোটচাঁপুরে রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

unnamed এস,আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে গত বুধবার পিকেএমএফ’র অর্থায়নে সুবিধাবঞ্চিত ২ শতাধিক চক্ষু রোগীকে বিরামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে স্থানীয় এলাঙ্গী ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিশু নিলয় ফাউন্ডেশনের উপ-পরিচালক ইমামুল হোসেন ও ঋণ কর্মসূচীর সমন্বয়কারী রেজাউল করিমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ঝিনাইদহ চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ওফ্যাকো সার্জন কনসালট্যান্ট ডাঃ আব্দুল হালিম। এ সময় এলাঙ্গী ইউনিয়নের সুবিধাবঞ্চিত প্রায় ২ শতাধিক বিভিন্ন ধরনের চক্ষু রোগী চিকিৎসা নেন। এছাড়া সংস্থার পক্ষ থেকে চিকিৎসার পাশাপাশি রোগীদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠানে সহায়তা করেন স্বাস্থ্য সহকারী, শিক্ষা সুপারভাইজারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top