সকল মেনু

প্রতিবন্ধী যাচাইবাছাই সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৬ জুন: কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে প্রতিবন্ধী বাছাই সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী ইউনিয়ন পরিষদ চত্বরে এ প্রতিবন্ধী বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রায় ১৮ জন প্রতিবন্ধী বাছাই করা হয়।
তবে এলাকায় প্রতিবন্ধীর সংখ্যা বেশি হওয়ায় অনেকেই নিরাশ হয়ে বাড়ি ফিরে যেতে দেখা গেছে। তবে পর্যায়ক্রমে অন্য সব প্রতিবন্ধীদের মাঝে এসব কার্ড বিতরণ করা হবে।
এ সময় মিরপুর উপজেলা সমাজসেবা অফিসার মুরাদ হোসেন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, প্রতিবন্ধী যাচাই বাছাই কমিটির মনোনিত উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ডা. শফিকুল ইসলাম, প্রতিবন্ধী যাচাই বাছাই কমিটির মনোনিত উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি মোমিনুল হক, জাসদ নেতা রায়হান আলী, আবু দাউদ, নাজিম হোসেন, আসাদুল হক, রাশেদুল ইসলাম, হোসেন, সংগীতা খাতুন, উফান আলী, আসলাম আলী, সাইদুল ইসলাম ভুট্টো, আবদার আলী, সাদেক আলী, ইদবার আলী, আমান উল্লাহ বাদশা উপস্থিত ছিলেন।
মিরপুর উপজেলা সমাজসেবা অফিসার মুরাদ হোসেন জানান, এসব প্রতিবন্ধী সদস্যরা প্রতিমাসে ৫০০ টাকা করে আজীবন ভাতা পাবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top