সকল মেনু

দেবপাড়ায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

imagesহবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের দেবপাড়া এলাকায় পাথরভর্তি ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে দেবপাড়া এলাকায় ঢাকাগামী পাথরভর্তি ট্রাক ও সিলেটগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারীসহ পাঁচজন নিহত হন। নিহত ব্যক্তিরা সবাই প্রাইভেট কারের যাত্রী।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন প্রাইভেট কারের চালক শাহ আলম (৩০)। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার ফজলু মিয়ার ছেলে।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নরুনবী সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top