সকল মেনু

মেসেজিংয়ে সীমা ছাড়ানো যাবে টুইটারে!

twitter1434189755বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : টুইটারে ইচ্ছে করলেই কাউকে যত-তত কথা লিখে মেসেজ দেওয়ার সুযোগ নেই। কিন্তু এবার পাওয়া যাবে সেই সুবিধা। টুইটারে অন্যদেরকে যত খুশি তত লিখে দেওয়া যাবে মেসেজ!

এবিপি আনন্দের খবরে বলা হয়েছে, টুইটারে ডিরেক্ট মেসেজের ক্ষেত্রে এতদিন যেই ১৪০ শব্দের সীমা ছিল, আগামী মাস থেকেই সেই সীমা অতিক্রম করতে পারবেন টুইটার ব্যবহারকারীরা। ফেসবুক ব্যবহারকারীদের মতো টুইটার ব্যবহারকারীরাও পাঠাতে পারবেন দীর্ঘ মেসেজ।

টুইটারের প্রোডাক্ট ম্যানেজার (ডিরেক্ট মেসেজ) সচিন আগরওয়াল এক পোস্টে জানিয়েছেন, ‘গত এক বছরে টুইটারে মেসেজিং সেবা অনেকটাই উন্নতি ঘটানো হয়েছে। আগামী জুলাই থেকে ১৪০ শব্দের সীমা ডিরেক্ট মেসেজ পাঠানোর ক্ষেত্রে উঠে যাচ্ছে।’

জানা গেছে, মেসেজিংয়ের ক্ষেত্রে ১৪০ শব্দের সীমা অতিক্রম করা গেলেও, টুইটারে টুইট করতে হবে ১৪০ শব্দের সীমা মেনেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top