ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ সরকার শিশুবান্ধব। অন্যান্য সেক্টরের মতো শিশুদের উন্নয়নেও বর্তমান সরকার কাজ করছে।
ঝালকাঠিতে শিশু আনন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, মেধা ও মননের বিকাশ ঘটানোর জন্য শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে জড়িত রাখতে হবে। খেলাধুলার সঙ্গে থাকলে নেশা তাদের গ্রাস করতে পারবে না।
শিল্পমন্ত্রী বলেন, ‘শিশুদের বেড়ে ওঠার সুন্দর পরিবেশ দিলে তারা আমাদের সুন্দর একটা আগামী উপহার দিতে পারবে।’
শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ্ আলম, পুলিশ সুপার মো. মজিদ আলী, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও বাসন্ডা ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত প্রমুখ।
আলোচনাসভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।