বগুড়া অফিস: বগুড়ার নবাগত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার বেলা ১১টায় পুলিশ সুপারের সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বগুড়া প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা জানান। জবাবে সাংবাদিকরাও তাকে স্বাগত জানিয়ে অভিন্দন জানান। উপস্থিত সাংবাদিকরা বগুড়া বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। পরে পুলিশ সুপার সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে যানজটমুক্ত নিরাপদ নগরী গড়ে তোলার আসাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।