সকল মেনু

ভ্রাম্যমান আদালতের অভিযান; ম্যানেজার ও সুপারভাইজারের জরিমানা-কারাদন্ড

unnamed সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের পৌর এলাকার কুশাহাটায় বিপুল সংখ্যক কনজ্যুমার পণ্য ও কাঁচামালসহ নকল কারখানা উদ্ধার করেছে করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ওই কারখানার ম্যানেজার আবুল কালাম ও সুপারভাইজার ফরিদুল ইসলামকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও ১৫ দিনের কারাদন্ড দিয়েছে আদালত। দুপুরে পৌর এলাকার কুশাহাটা মহল্লায় “নাভানা ফুড এন্ড কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ” নামের এ নকল কারখানা উদ্ধার করা হয় হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়নাল আবেদীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআই’র রাজশাহী বিভাগী ফিল্ড অফিসার গোবিন্দ ঘোষ উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়নাল আবেদীন জানান পেীর এলাকার কুশাহাটা গ্রামে নাভানা ফুড এন্ড কেমিক্যাল নামে নকল  কারখানা  উদ্ধার করা হয়। দেশী-বিদেশী নামকরা কোম্পানীর মোড়ক ব্যবহার করে (১) সাগরিকা নারিকেল তেল, (২) রীনা ডিটারজেন্ট পাউডার, (৩) রীনা সরিষার তেল, (৪) টাইড প্লাস ও (৫) ললিপপ উৎপাদন ও বাজারজাত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  সকালে অভিযান চালিয়ে নকল ওই কারখানা থেকে ৫০বস্তা তৈরিকৃত বিভিন্ন ধরনের মোড়ক জাত ডিটারজেন্ট পাওউডার,২০ কাটুন সরিষা ও নারিকেল তৈল,১৫ বর্মা আর এস পাউডার সহ সকল মালামাল জব্দ করে ধ্বংস করা হয় এবং  দুই কর্মচারীর জেল-জরিমানা করা হয়। তবে কারখানার মালিক মোতালেব হোসেন ও ইসমাইল হোসেন পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top