সকল মেনু

শুক্রবার রাতে মমতা বাংলাদেশে আসছেন

Momotasm_716470816 হটনিউজ ডেস্ক,ঢাকা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার (০৫ জুন) রাত সাড়ে ৮টায় ঢাকায় আসছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার (০৬ জুন) দুইদিনের সফরে ঢাকায় আসার একদিন আগেই চলে আসছেন মমতা।

মূলত তিনি মোদির সফরসঙ্গী হিসেবে আগেই ঢাকায় আসছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। আর পরদিন শনিবার (০৬ জুন) ঢাকা ছাড়বেন মমতা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় (স্থানীয় সময়) কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ প্লেনে সফরসঙ্গীদের নিয়ে রওয়ানা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বেলা ১২টার দিকে বাংলাদেশে এসে পৌঁছাবেন বলে জানা যায়। তবে সফরকালে নরেন্দ্র মোদি ঢাকায় যে হোটেলে থাকছেন, সে হোটেলে উঠছেন না মমতা।

মমতা তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার বিমানবন্দরের কাছে র‌্যাডিসন হোটেলে উঠবেন। আর মোদি তার সফরসঙ্গীদের নিয়ে থাকবেন সোনারগাঁও হোটেলে।

তবে ঐতিহাসিক সীমান্ত চুক্তির প্রটোকল হস্তান্তরের সময় মোদির সঙ্গে মমতাও থাকবেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top