সকল মেনু

ভবিষ্যতে সেনা কর্মকর্তা হতে চায় জিপিএ-৫ প্রাপ্ত রনি

unnamed মো. আমিরুজ্জামান, নীলফামারী  ০১ জুন: সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল থেকে এবারের এসএসসি পরীাক্ষয় বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে মোঃ রাইসুল ইসলাম রনি। সে ভবিষ্যতে সেনা কর্মকর্তা হতে চায়। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের স্টাফ মোঃ ইলিয়াস হোসেন এবং গৃহিনী মোছাঃ রেহানা পারভীনের একমাত্র পুত্র রনি। এছাড়া সে (রনি) দি ডেইলি অবজারভার এর নীলফামারী ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও সাপ্তাহিক নীলফামারী চিত্র’র নির্বাহী সম্পাদক সাব্বির আহমেদ সাবের এর চাচাতো ভাই। রনি জানায়, তার এই ফলাফল অর্জনের পেছনে বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা’র অবদান রয়েছে। ধর্মীয় কর্মকান্ড পালনের পাশাপাশি সে দৈনিক গড়ে ৬ ঘন্টা করে পড়াশুনা করতো। সুন্দর ভবিষ্যতের জন্য মোঃ রাইসুল ইসলাম রনি সকলের নিকট দোয়াপ্রার্থী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top