জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের পাঁচরাস্তা মোড়ে আইডিয়াল মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব একেএম ফজলুল হক হাসপাতালটি উদ্বোধন করেন। সিভিল সার্জন ডা.মোশায়ের উল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর,জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা.মো.আঃওয়াকিল, হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সাত্তার,অ্যাড. শামসুল হক,মির্জা সাখাওয়াতুল আলম মনি,ডা.মো.সরোয়ার হোসেন, মো. রইস উদ্দিন ও অধ্যক্ষ নূরুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।