সকল মেনু

রমজানের আগেই নিত্যপণ্যে উত্তাপ

Kacha-bazarঅনলাইন রিপোর্ট : আসন্ন রমজানের আগে বাড়ছে ডাল, পেঁয়াজ, চিনি, আদা, ছোলাসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। কৃত্রিম সঙ্কটের মাধ্যমে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।
দশ শতাংশ মুনাফা নির্ধারনের পর খুচরা দোকানে মুল্য তালিকা টানানোর নির্দেশ দিয়েছে সরকার। তবে ক্রেতারা বলছেন, দাম অনেক বাড়িয়ে টানানো হয়েছে তালিকা।
বাজার মনিটরিং টিম আর মোবাইল কোর্টকে দেখাতে মুল্য তালিকা টানিয়েছে দোকানিরা। তারা দাবী করছেন, তালিকার চেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে অনেক পন্য। তবে তালিকার পণ্য মূল্য নিয়েই প্রশ্ন তুলছেন ক্রেতারা । শূক্রবার বাজার দেখা যায়, পেঁয়াজ, ডাল, ছোলা, চিনি, আদা ও রসুনের দাম কেজিপ্রতি ২ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।
এর মধ্যে আদার দাম বেড়েছে সবচে বেশি; প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া পেঁয়াজের দাম ২ টাকা বেড়ে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বড় দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা দরে। এক সপ্তাহ আগেও এই ডাল ৮৫ থেকে ৯০ টাকা দরে বিক্রি হয়েছে।
ছোট দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা দরে। গত সপ্তাহে সর্বোচ্চ ১১০ টাকা ছিল এই ডালের দাম।
চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ থেকে ৪২ টাকা দরে। গত সপ্তাহে সর্বোচ্চ ৪০ টাকা দরে চিনি বিক্রি হয়েছে।
ডিমের দাম বেড়েছে প্রতি ডজনে ৫ টাকা। প্রতি ডজন ডিম ৯৫ টাকা থেকে বেড়ে ১০০ টাকা বিক্রি হচ্ছে।
আগামী মাসে ১৮ বা ১৯ তারিখ থেকে রমজান শুরু হবে।
গত ১৯ মে বাণিজ্য মন্ত্রণালয় রমজান মাসে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে চিনিসহ বিভিন্ন পণ্যের মজুদ থাকার তথ্য তুলে ধরে বাজার স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top