সকল মেনু

ব্রিটেনের শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশি ইকবাল আহমেদ

bd-rich-jpg-ed-20760_2372অনলাইন ডেস্ক : আবারও ব্রিটেনের শীর্ষ ধনীর তালিকায় স্থান পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী ইকবাল আহমেদ।
‘দ্য সানডে টাইমস’ এ প্রকাশিত ব্রিটেনের এক হাজার শীর্ষ ধনীর মধ্যে তার স্থান ৪৬৬তম এবং ওই তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি তিনি।
গত এক বছরে তার সম্পদের পরিমাণ প্রায় ২০ মিলিয়ন পাউন্ড বেড়ে হয়েছে ২০৫ মিলিয়ন পাউন্ড।
তার শৈশব-কৈশোর কেটেছে সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম সিরাজনগর গ্রামে। ১৯৭১ সালে ১৫ বছর বয়সে ব্রিটেনে পাড়ি জমান ইকবাল আহমেদ।
লেখাপড়া শেষ করে জড়িয়ে পড়েন পারিবারিক ব্যবসায়। গড়ে তোলেন সী মার্ক ও ইবকো’র মত সফল ব্যবসা প্রতিষ্ঠান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top