সকল মেনু

নাট্য নিকেতনের বিন্দিয়া নাটকের ২৫তম প্রদর্শনী

unnamed সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের অন্যতম গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতনের আদিবাসীদের জীবন কাহিনী নিয়ে রচিত বিন্দিয়া নাটকের ২৫ তম প্রদর্শনী সফল ভাবে অনুষ্ঠিত। বিন্দিয়া নাটকের রজত জয়ন্তী প্রদর্শনী উপলক্ষে  ভাসানী মিলনায়তনে আয়োজিত ২ দিন ব্যাপি বিন্দয়া উৎসবের উদ্ধোধন করেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু। এসময় বাংলাদেশ গ্রুপ থিয়েটারফেডারেশনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদকমোমিন বাবু,সিরাজগঞ্জ নাট্যফেডারেশনের সভাপতি আমির সুরুজ,সাধারন সম্পাদক ও নাটকের নির্দেশক ইমরাম মুরাদ, নাটকে নাট্যকর আহমেদ শরীফ ,নাট্য নিকেতনের সভাপতি ও বিন্দিয়া নাটকের নির্দেশক দিলীপগৌর উপস্তিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন নাট্য নিকেতনের সহ সাধারন সম্পাদক রিংকু কুন্ডু। পরে সফল ভাবে নাটক টি মঞ্চায়ন করা হয়। বিন্দিয়া নাটক টি নাট্য নিকেতনের একটি মঞ্চ সফল প্রযোজনা। ২০০৮ সালের ১৮ই জুন ঢাকার পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে পিপলস থিয়েটার আয়োজিত আর্ন্তজাতিক শিশু-কিশোর ও আদিবাসী নাট্যোৎসবে প্রথম মঞ্চায়ন করা হয়। এর পরে এইক বছরে আগষ্ট মাসে সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তনে পর পর ২ টি প্রদর্শনী করা হয়। সিরাজগঞ্জ যুব রেডক্রিসেন্টের আয়োজনে ৩দিন ব্যাপি ভাসানী মিলনায়তনে নাটকটি সফল মঞ্চায়ন করা হয়। ২০০৯ সালে নাট্য নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চায়ন করা হয় বিন্দিয়া নাটক। ২০১০ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষে সিরাজগঞ্জ গোশালা ব্রাদার্স এ্যান্ডফেন্ড্রস এ্যাসেসিয়েশন আয়োজিত বর্ষবরন অনুষ্ঠানে মঞ্চায়ন করা হয় নাটকটি। গাঙ্গচিল সাহিত্যগোষ্ঠী আয়োজিত সাহিত্য সম্মেলনে শহীদ এম মুনসুর আলী অডিটরিয়ামে মঞ্চায়ন করা হয় বিন্দিয়া। ২০১১ সালে ৭ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগীতায় পিপলস থিয়েটার এ্যাসেসিয়েশন আয়োজিত রাজশাহী বিভাগীয় নাট্যোৎসব বগুড়া উডবার্ন পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সফল মঞ্চায়ন কওে,আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোড়নের সৃস্টি করে নাটক বিন্দিয়া। এর পর কয়েক বার সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তনে নাটক টি মঞ্চায়ন করা হয়। ২০১১সালে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে অনুষ্ঠিত কিশোর মঞ্চ অনুষ্ঠানে প্রচারিত হয় বিন্দয়া নাটক। ২০১২ জেলা প্রশাসন আয়োজিত বাংলা বর্ষবরন অনুষ্ঠানে বিন্দিয়া নাটকটির ২৪তম প্রদর্শনী করা হয়। এর পর থেকেই এই নাটকের রজতজয়ন্তী প্রদর্শনীর জন্য আর মঞ্চায়ন করা হয়নি। উল্লেখ বিন্দিয়া নাটকটি আদিবাসীদের জীবন কাহিনী নিয়ে রচিত  এবং  আদিবাসিদের সংস্কৃতি ও জীবনযাপন পদ্ধতি সুচারু ভাবে তুলে ধরার কারনে দেশের বৃহত্তর ময়মনসিংহ এবং রাঙ্গামাটি, খাগছরি এমন কি ভারতে প্রদর্শনীর আমন্ত্রন পেলেও নানান সমস্যার কারনে সেখানে মঞ্চায়ন করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top