সকল মেনু

রোববার রওশন এরশাদের সংবাদ সম্মেলন

index
অনলাইন রিপোর্ট :  দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সাম্প্রতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন।
জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে রোববার বিকেল সাড়ে চারটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিরোধীদলীয় নেতার জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে রওশন আসন্ন বাজেট নিয়ে কথা বলতে পারেন বলে দলীয় সূত্র জানায়।
বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “সাম্প্রতিক অনেক বিষয় আছে যেগুলো নিয়ে ম্যাডাম কথা বলবেন। বিরোধীদল হিসেবে আমরা সরকারের কাছে কি কি চাইব, সেটাও তুলে ধরা হবে।”
তিনি আরও বলেন, “দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থল সীমান্ত চুক্তি নিয়েও বিরোধীদলীয় নেতা কথা বলবেন। পাশাপাশি বাজেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, শিক্ষা উপকরণ ও ওষুধের মূল্য কমানোর বিষয়ে কথা বলবেন তিনি।”
এছাড়া সম্প্রতি যুক্তরাজ্যের নির্বাচনে তিন বাংলাদেশি বিজয়ী হওয়ায় তাদেরকে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিনন্দন জানাবেন রওশন এরশাদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top