সকল মেনু

বাংলাদেশে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করবে : বীণা সিক্রি

veena sikri_2144অনলাইন ডেস্ক : বীণা সিক্রি, বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার। তার রয়েছে দীর্ঘ কূটনৈতিক জীবন। তিনি মালয়েশিয়াও ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টাডিজ (বাংলাদেশ স্টাডিজ প্রোগ্রাম) বিভাগের প্রধান। তিনি দক্ষিণ এশিয়া এবং লিঙ্গ ইস্যুতে কাজ করেন। তিনি সাউথ এশিয়া উইমেন’স নেটওয়ার্কের আহবায়ক। এছাড়া তিনি সাউথ এশিয়া ফাউন্ডেশনের ( ইন্ডিয়া চ্যাপ্টার) ভাইস চেয়ারপার্সন। সম্প্রতি তিনি হিন্দুস্তান টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবসা-বাণিজ্য বিষয়ক পত্রিকা লাইভ মিন্ট’র (ভারতের দ্বিতীয় বৃহত্তম) সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের স্থল সীমান্ত চুক্তি নিয়ে দীর্ঘ সাক্ষাৎকার দেন। এতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক, দক্ষিণ এশিয়ায় এর প্রভাব, বাংলাদেশে ইসলামি দলগুলোর মনোভাবে পরিবর্তন এবং বর্তমান আওয়ামী লীগ সরকার এর ফলে কি ধরনের সুবিধা পাবে সেই বিষয়ে কথা বলেছেন।  কথা বলেছেন, বাংলাদেশের যুবক ভোটারদের নিয়েও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top