সকল মেনু

প্রতিরক্ষা খাতে আরো দুই হাজার কোটি টাকা বেশি বরাদ্দ দরকার

Subid-Ali20150514214501প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া বলেছেন, সশস্ত্রবাহিনীকে আরো আধুনিক করতে হলে প্রস্তাবিত বাজেটের চাইতে আরো দুই হাজার কোটি টাকা বেশি বরাদ্দ দিতে হবে। ২০১৫-১৬ সালের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ১৮ হাজার ৩শ` ৬৯ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু এ অর্থ যথেষ্ট নয়।

আওয়ামী লীগের এই সংসদ সদস্য বৃহস্পতিবার রাজধানীর নিজ বাসভবনে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেন।

প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ বাড়ানোর বিষয়ে যুক্তি উপস্থাপন করে তিনি বলেন, সদ্য প্রতিষ্ঠিত সিলেটে দশ পদাতিক, ঘাটাইলে ১৯ পদাতিক এবং যমুনার পারে ৯৮ পদাতিক নতুন ডিভিশনের জন্য গোলা-বারুদ এবং অন্যান্য মূল্যবান সরঞ্জমাদি কিনতে হবে। এছাড়া সৈনিকদের জীবন মানের আরো উন্নতির জন্য বাজটে বেশি টাকা প্রয়োজন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top