সকল মেনু

নিজ পৈত্রিক নিবাসে উপেক্ষিত কবি সুকান্ত

 unnamed গৌরাঙ্গ লাল দাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ আজ বুধবার কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পালিত হলো কবি সুকান্ত ভট্রাচার্য্যের প্রয়াণ দিবস। তার ৬৯তম প্রয়াণ দিবসে এই উপজেলায় সরকারী বা বেসরকারী ভাবে  কোন প্রকার সভা ,সমাবেশ ,কবিতা পাঠের আসর বা সাংস্কিৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এমন কি কবির নামে গড়ে ওঠা বিভিন্ন সংগঠনও দিবসটি পালনের জন্য এগিয়ে আসেনি।  এ নিয়ে এলাকার সাধারন জনগনের মাঝে নানাবিধ প্রশ্ন দেখা দিয়েছে। অনেকে আবার দিবসটি পালন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন। কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাশু কুমার পান্ডে বলেন, দীর্ঘ ৫৯ বছর বেদখল থাকার পরে ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর কবির বাড়ী দখল মুক্ত হয়। এর পর থেকে কোন বছর কবির জন্মবাষির্কী পালিত হয়,আবার কোন বছর হয় না। একই ভাবে কোন বছর মৃত্যুবাষির্কী পালিত হয়,আবার কোন বছর হয় না। আমার জানা নেই কেন এই ছন্দ পতন। আমি চাইবো সরকারী  ও বেসরকারী ভাবে যেন কবির জন্ম এবং মৃত্যুবাষির্কী পালন করা হয়। উল্লেখ্য ১৯৪৭ সালের ১৩ মে তিনি কলকাতার যাদবপুর ১১৯ লাউডন স্ট্রিটের রেড এন্ড কিওর হোমে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরন করেন। ১৯২৬ সালের ১৫ আগষ্ট কবি সুকান্ত ভট্টচার্য্য কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়ীতে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম নিবারন ভট্রাচার্য্য। মাতা সুনীতি দেবী। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উলেখ যোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধনিত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top