সকল মেনু

সূচকের বড় ধরনের উল্লম্ফনে চলছে লেনদেন

Stock-2220130627061418নিজস্ব প্রতিবেদক : লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে সূচকের বড় ধরনের উল্লম্ফনে চলছে দেশের উভয় বাজারের লেনদেন। রবিবার লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স বেড়েছে ১১৫.৮৭ পয়েন্ট। বেলা সাড়ে ১২টায় সূচক ৪২৩৮.১৯ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে।

এ সময়ে লেনদেনে অংশ নেয়া ৮৮ শতাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে। ৩০১টি ইস্যুর মধ্যে ২৭৩টির দর বেড়েছে। অপরদিকে দর কমেছে ২০টির ও অপরিবর্তিত রয়েছে ৮টির দর।
সূচকের পাশাপাশি লেনদেনেও বড় ধরনের গতি তৈরি হয়েছে। লেনদেন ছাড়িয়ে গেছে ২৫০ কোটি টাকা। বেলা সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ২৬৮ কোটি ৩৪ লাখ টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার। এ কোম্পানির লেনদেন হয়েছে ২৬ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার। ১৩ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে এসিআই ফরমুলেশন্স। তৃতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের লেনদেনের পরিমাণ হচ্ছে ১০ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার টাকা। লেনদেন এর পরে রয়েছে যথাক্রমে অগ্নি সিস্টেম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, সাইফ পাওয়ারটেক।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সুচক বেড়েছে ১৮০.৯০ পয়েন্ট। বেলা সাড়ে ১২টায় সিএসইএক্স ৭৮৯৮.২৩ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ২১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৭টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির দর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top