সকল মেনু

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুন্দরবনে ২ বনদস্যু নিহত

index বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে র‌্যাব ৮ –এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু মাইজ্জা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আলমগীরসহ দুই বনদস্যু নিহত হয়েছে।

রোববার সকাল পৌনে ৬টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নন্দবালা এলকায় এই ঘটনা ঘটে।
এই সময় ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৭৫টি তাজা গুলি উদ্ধার করা হয়।

বরিশাল র‌্যাব ৮ এর লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম বলেন,  ‘র‌্যাবের একটি টহল দল নিয়মিত টহল দেওয়ার সময় নন্দবালা এলাকায় বনদস্যু মাইজ্জা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পায়। এ সময় বনদস্যুরা র‌্যাবকে লক্ষ করে গুলি চালায়। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায়। ভোর ৫টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থল থেকে মাইজ্জা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আলমগীর (৩৮) ও রিপনের (৩০) লাশ উদ্ধার করা হয়। এ ছাড়াও ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।’

তিনি জানান, নিহতদের লাশ ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গুলি মংলা থানায় হস্তান্তর করা হবে। তবে তিনি তাৎক্ষণিকভাবে নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় জানাতে পারেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top