সকল মেনু

ডিমলায় চার ছিটমহলবাসীর মিষ্টি বিতরণ

unnamed unnamedমো. আমিরুজ্জামান, নীলফামারী  ০৮ মে : ভারতের রাজ্যসভায় ছিটমহল চুক্তি অনুমোদন হওয়ায় মিষ্টি বিতরণ করেছে বাংলাদেশের অভ্যন্তরে নীলফামারীর ডিমলা উপজেলায় ভারতীয় চার ছিটমহল বাসিন্দারা।একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ শেষে তারা অপেক্ষা করছেন চুক্তি বাস্তবায়নের জন্য। বড় খানকিবাড়ি খারিজার বাসিন্দা যদুনাথ চন্দ্র রায় জানান, ৬৭ বছরের বন্দী দশা থেকে আমরা মুক্তি পেতে যাচ্ছি। ছিটমহলবাসীদের উভয় দেশের মধ্যে নাগরিকত্ব ছিল না। আমরা জমি বিক্রি করতে পারতাম না, ছেলে মেয়েদের পড়াশুনার জন্য স্কুলে ভর্তি করাতে পারতাম না।  বড়খানকী খারিজা গীতালদহের মশিয়ার রহমান বলেন, উভয় দেশের সরকারের আন্তরিক মনোভাব ও ছিটমহলবাসীদের দুভোগ উপলদ্ধি করতে পেয়ে সীমান্ত চুক্তি ভারতের মন্ত্রীসভায় অনুমোদন করা হয়েছে। নগর জিকাবাড়ির আকতারুজ্জামান বলেন, আমরা দ্রুত সীমান্ত চুক্তি বাস্তবায়ন চাই। তিনি বলেন ভারতের মন্ত্রীসভায় স্থল সীমান্ত চুক্তি অনুমোদন হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে ছিট মহলবাসীরা আনন্দে আত্মহারা হয়ে উঠেন। দীর্ঘ ৬৭বছরের বন্দিদশা থেকে আমরা মুক্তি পেতে যাচ্ছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top