সকল মেনু

বালিকা বিদ্যালয়ে হঠাৎ করেই ৭ শিক্ষার্থী অসুস্থ্য

 index এস,আই মল্লিক, ঝিনাইদহ): কোটচাঁদপুর মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ে  মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ৭ শিক্ষার্থী একই সাথে অসুস্থ্য পড়ে। এতে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ফলে কতৃপক্ষ বিদ্যালয়টি একদিনের ছুটি ঘোষনা করেছে। অসুস্থ্য শিক্ষার্থীদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলি এ প্রতিনিধিকে জানান- যথারীতি আজ সকাল ৮টার পরে অ্যাসেম্বল শেষে ছাত্রীরা শ্রেণী কক্ষে চলে যায়। ক্লাস শুরুর সাথে সাথে অষ্টম ও নবম শ্রেণী থেকে একে একে ৭ জন ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে। এ অবস্থায় বিদ্যালয়ের অন্যান্য ছাত্রীদের মধ্যে আতংক সৃষ্টি হলে এক দিনের জন্য বিদ্যালয় ছুটি ঘোষনা করা হয়। অসুস্থ্য ৭ শিক্ষর্থীকেই কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃতরা হচ্ছে, তাহিবা (১৫), রুমি (১৫), নাছরিন (১৫), নাফিয়া (১৩), নিশি (১৫), রিতু (১৩), তৃতি (১৬)। খবর পেয়ে আতংকিত হয়ে অবিভাবকরাও হাসপাতালে এসে ভীড় জমায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার গুলসান আরা জানান, এ রোদ গরমে বিদ্যালয়ে অ্যাসেম্বলে বেশীক্ষুন দাঁড়িয়ে থাকায় শরীর ঘেমে পানি শুন্যতা দেখা দেয়াসহ সাধারণ দূর্বলতার কারণে এমনটি হয়েছে। তবে ভয়ের কোন কারণ নেই। এদিকে অবিভাবক মহল বিদ্যালয় কতৃপক্ষকে দায়ী করে বলেন, শ্রেণী কক্ষে ধারণ ক্ষমতার অতিরিক্ত ছাত্রী ভর্তিসহ এই গরমে মোজা কেটস্ পরা বাধ্যতা মূলক হওয়ায় এমনটি ঘটেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top