সকল মেনু

কমলগঞ্জের রহিমপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির পরিচিতি সভা ও অভিষেক

unnamed মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা ও অভিষেক ৩ মে রোববার দেবীপুর সার্ব্বজনীন দেবালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত পূজা পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব। রহিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি কালীপদ দেব এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শিপ্রাংশু পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিহারেন্দু ভট্টাচার্য্য, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি সভাপতি শংকর লাল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধু সূদন পাল, সহ-সভাপতি অশোক বিজয় দেব কাজল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রহিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, সহ-সভাপতি বিকাশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক পংকজ কুমার ভট্টাচার্য্য, তপোধন দেবনাথ, সুবল চন্দ্র দেব, প্রদীপ পাল কানু প্রমুখ। সব শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top