সকল মেনু

কমলগঞ্জে ১৬৫ জন শিক্ষার্থীর মধ্যে টাকা বিতরণ

 মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট এর অর্থে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় ও সফাত আলী সিনিয়র মাদ্রাসার স্নাতক (পাশ) ও সমমান এর ১৬৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৪৯০০ টাকা করে ৮ লক্ষ ৮৫০০ টাকা উপবৃত্তি বিতরণ করা হয়েছে। ৩ মে রোববার বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ গণমহাবিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে উপবৃত্তি বিতরণ করেন মহান জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান মিঞার সভাপতিত্বে উপবৃত্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম। প্রভাষিকা নাসরিন জয় এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রাধা কান্ত মোহান্ত, শিক্ষার্থী সুমা আক্তার ও নাজিম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে স্নাতক (পাশ) ১৪০ জন শিক্ষার্থী ও সফাত আলী সিনিয়র মাদ্রাসার সমমান ২৫ জন শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top