মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উফশী আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় ১২৬০ জন কৃষকের মধ্যে জনপ্রতি ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৫ কেজি বীজ ও নগদ ৪০০ টাকা সেচ সহায়তা বিতরণ করা হয়েছে। ৩ মে রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল এর আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি, উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, সহকারী কমিশনার(ভুমি) মোঃ নুরুল হুদা, উপজেলা কৃষি অফিসার সুকল্প দাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. এ মনির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।