মৌলভীবাজার প্রতিনিধিঃ আমার স্বামীকে পুলিশ হেফাজতে কিভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে তা একবার আপনারা স্বচক্ষে দেখুন এবং প্রকৃত প্রকৃত সংবাদ লিখে দেশবাসীকে জানান, আপনাদের এ সুযোগ আছে। শ্রীমঙ্গল থানার ওসি আব্দুল জলিলের বিভিন্ন অনিয়ম-দূর্নীতির সংবাদ প্রকাশের কারণেই পেট্টোল বোমা মারার পরিকল্পনাকারী সাজিয়ে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের পূর্বক ওই মামলায় আমার স্বামী বাংলা ট্রিবিউন, দৈনিক জনতা ও সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামকে গ্রেফতার ও অমানুষিক নির্যাতন করেছে ওসি আব্দুল জলিল। গত ২৬ এপ্রিল দুপুর ১২টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন সাংবাদকর্মী সাইফুল ইসলামের স্ত্রী রুমি বেগম। লিখিত বক্তব্যে রুমি বেগম জানান- তার স্বামী সাইফুল ইসলাম গত ২৩ এপ্রিল রাত সাড়ে ১০টায় তার শ্বশুরালয় থেকে নিজ বাসা শ্রীমঙ্গল শহরের পূর্বাশা এলাকায় যাবার পথে ক্যাথলিক মিশন রোড এলাকা পৌছলে, সেখানে অপেক্ষমান একটি অটোরিক্সা থেকে নেমে সাদা পোশাকধারী কয়েকজন পুলিশ তাকে পেছন থেকে ঝাপটে ধরে। এসময় অপহরণকারী/ছিনতাইকারী ভেবে তিনি চিৎকার দেন ও আতœরক্ষার চেষ্টা করেন। পরে তিনি চিনতে পারেন এরা শ্রীমঙ্গল থানার ওসি আব্দুল জলিলসহ আরও কয়েকজন পুলিশ সদস্য। এরপর তাকে শ্রীমঙ্গল থানা হাজতে নিয়ে চোখ বেঁধে সারারাত অমানুষিক নির্যাতন করে ওসি আব্দুল জলিল। পরদিন তাকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় জেলা কারাগারে অন্তরীন রয়েছেন। সাংবাদকর্মী সাইফুল ইসলাম কোন রাজনৈতিক দলের সাথে এবং সরকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত নন উল্লেখ করে জানান- বিভিন্ন সময় শ্রীমঙ্গলের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবেদন লিখার কারণে স্থানীয় কতিপয় মাদক ব্যবসায়ী তার উপর ক্ষিপ্ত হয়ে তাদের হীন স্বার্থ চরিতার্থ লক্ষ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শ্রীমঙ্গল শহরে তার স্বামী একজন অন্যায়ের প্রতিবাদকারী হিসাবে পরিচিত। অথচ একটি স্বার্থন্বেষী মহল একজন সংবাদকর্মীর পরিবারের সদস্য হিসাবে আমার বক্তব্য না নিয়ে শুধুমাত্র ওসি আব্দুল জলিলের বক্তব্যের উপর ভিত্তি করে কতিপয় পত্রিকায় একপেশে ও মনগড়া সংবাদ প্রচার করেছেন। এমনকি, প্রচারিত সংবাদের কোন স্থানে আমার স্বামীকে একজন সংবাদকর্মী হিসাবেও উল্লেখ করা হয়নি। সংবাদ সম্মেলনে উপস্থিত সাইফুল ইসলামের বাবা জুবের আহমদ বলেন, শ্রীমঙ্গল শহরের আরেক মাদক ব্যবসায়ী আমেরিকা প্রবাসী, মুক্তিযোদ্ধার আরালে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, স্থানীয় অসাধু গনমাধ্যমকর্মী ও সরকার দলীয়দের মাসোয়ারা দিয়ে বিদেশী মদ বিক্রি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। তিনি আরো বলেন সরকারের অনুমতি বিহীন বিদেশী দামী মদ বিক্রি করায় সরকার বিপুল পরিমানের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এ গুলোর প্রতিবাদ করায় আজ তার ছেলের উপর অমানুষিক নির্যাতন। তার ছোট ভাই জাকির হোসেন ও তার স্ত্রী রুমি বেগম সাংবাদিকদের মাধ্যমে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাংবাদিক সাইফুল ইসলামের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবী জানান। রুমি বেগম সাংবাদিকদের প্রতি আকুল আবেদন করে বলেন- আমার স্বামীকে পুলিশ হেফাজতে কিভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে তা একবার আপনারা স্বচক্ষে দেখুন এবং প্রকৃত সংবাদ লিখে দেশবাসীকে জানান, আপনাদের এ সুযোগ আছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।