মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধরা পড়েছে বিরল প্রজাতির বর্ণিল প্রজাপতি এটলাস্মত। নিপুন কারুকাজের ৮-৯ রঙের বড় আকাড়ের বর্ণিল সাজের এ প্রজাপতিটি বৃহস্পতিবার রাত ৯টার দিকে উড়ে এসে বসে কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ধলাইরপাড় গ্রামের আনর মিয়ার বসত ঘরের কারুকাজকৃত রঙিন দেয়ালে। প্রজাপতির ডানার দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪ ইঞ্চির মত। প্রজাপতিটি বাড়ির লোকজনের নজরে আসলে মুহুর্তের মধ্যে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রজাপতিটি একনজর দেখার জন্য রাতেই আনর মিয়ার বাড়িতে এলাকার লোকজন ভিড় করেন। খবর পেয়ে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মনিরুল ইসলাম শুক্রবার দুপুরে বর্ণিল এ প্রজাপতিটি বন বিভাগের হেফাজতে নিয়ে যান। বনবিট কর্মকর্তা জানান, বর্ণিল এ প্রজাপতির নাম এটলাস্মত। প্রজাপতিটিকে প্রাথমিক পরিচর্চা দেয়া হয়েছে। শীঘ্রই এ প্রজাপতিটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।