সকল মেনু

চাঁদপুরে হেলেছে ১টি ৬তলা ভবন, ৫ তলা ভবনে ফাঁটল

index নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: ভূমিকম্পে চাঁদপুরে একটি ৬তলা ভবন কিছুটা হেলে গেছে এবং অপর আরেকটি ৫ তলা ভবনে ফাঁটল দেখা দিয়েছে। শনিবার বেলা সোয়া ১২টায় ভূ-কম্পন দেখা দেয়ায় শহরের জে এম সেনগুপ্ত রোড এলাকায় অবস্থিত ‘এসটি প্লাজা’ নামের ৬ তলা ভবন সামান্য হেলে পড়ে। অপরদিকে শহরের নতুনবাজার এলাকায় ‘মাকসুদা মহল-১’ নামের ৬তলা ভবনের বিভিন্ন স্থানে ফাঁটল দেখা দেয়। এ সময় ভবন দুটির বাসা-বাড়ি ও দোকানে থাকা লোকজনের মধ্যে আতংক দেখা দেয়। আতংকিত লোকজন দ্রুত ভবন থেকে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পে আতংকে শহরের বিভিন্ন বাসা-বাড়ির লোকজন রাস্তায় চলে আসে। এ সময় তাদের মধ্যে আতংক দেখা যায়। এছাড়া ভূমিকম্পে চাঁদপুরের কোথাও কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনার খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top