সকল মেনু

কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

  unnamedমৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারকে জেলা প্রশাসকের নির্দেশনায় সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের হরিস্মরণ গ্রামে সনাতন মল্লিকের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান নগদ ৫ হাজার টাকা এবং ২ বান্ডিল টেউ টিন প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য শফিকুর রহমান। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে কালবৈশাখীর হানায় সনাতন মল্লিকের ঘর সম্পূর্ণ রুপে বিধ্বস্ত হয়। আহত হন সনাতন মল্লিক ও তার স্ত্রী লিপি রানী মল্লিক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top