সকল মেনু

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

 unnamedএম শাহজাহান আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ও গুলি সহ আন্ত:জেলা  ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। এ সময় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৫ জন আহত হন। পুুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে রোববার রাত সাড়ে এগারোটায় দিকে শহরের সিলেট সড়কের বড়হাট এলাকায় উৎ পেতে থাকেন পুলিশের ৪টি দল। ডাকাত দল পার্শবর্তী একটি সিএনজি পাম্প থেকে তাদের ব্যবহৃত গাড়ীতে গ্যাস নিতে প্রবেশ করলে অভিযান চালানো হয়। তখন পুলিশকে লক্ষ্য করে ডাকাতদল গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেকসহ তিন পুলিশ সদস্য এবং ডাকাত দলের দুই সদস্য আহত হন। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগীতায় ৭ জন ডাকাতকে আটক করা হয়। আটককৃত ডাকাতদের কাছ থেকে ১টি দেশীয় পাইপগান, ৬টি দা, ১টি চাপাতি, ২টি পিন কার্টার, ১পি বড় গ্রিল কার্টার, ২টি ছোঁড়া ও ৭পিচ কার্তুজ উদ্ধার করা হয়েছে। মৌলবীবাজার মডেল থানার এএসপি এস এম সিরাজুল হুদা জানান সদর উপজেলার শাহবন্দর এলাকায় একটি লন্ডনী বাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে এদেরকে আটক করা হয়। এদের নামে জেলার বিভিন্ন থানায় একাধীক ডাকাতির মামলা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top