ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর মিলনায়তনে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী বর্ষ বরণ উৎসব। মঙ্গলবার সন্ধায় ফানুষ উড়িয়ে উৎসবের সুচনা করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষ বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, শিক্ষাবিদ মমতা বেগম, প্রবিণ নারী কর্মী সুফিয়া হোসেন সরকার রেবা, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি জুলকারনাইন স্বপন, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সুব্রতা রায়, আওয়ামীলীগ নেতা সাঈদ হাসান লোবান প্রমূখ। বক্তারা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রচ্ছদ কুড়িগ্রামের ৩৪ বছর পূর্তি সম্পর্কে বলেন সরকারী পৃষ্ঠপোষকতা ছাড়াই জেলা শহরের একটি সাংস্কৃতিক সংগঠন দীর্ঘ সময় ধরে সংস্কৃতি চর্চা করে আসছে যা কুড়িগ্রামবাসীর জন্য গর্বের। এ সংগঠনের কার্যক্রমের মধ্যদিয়ে বিকশিত হচ্ছে কুড়িগ্রাম জেলার সংস্কৃতি। দ্বিতীয় পর্বে প্রচ্ছদের শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও মনোজ্ঞ ম্যাগাজিন অনুষ্ঠান পরিবেশিত হয়। বিপুল সংখ্যক দর্শক শ্রোতা মনোমুগ্ধকর অনুষ্ঠানটি উপভোগ করেন। আগামীকাল বৃহস্পতিবার সন্ধায় শেষ হবে ৩ দিনের এ অনুষ্ঠান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।