সকল মেনু

পিই রেশিও কমেছে ১ দশমিক ১৬ শতাংশ

Dhaka-stok-lg20150410194935নিজস্ব প্রতিবেদক :পিই রেশিও কমেছে ১ দশমিক ১৬ শতাংশ
এক সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ১ দশমিক ১৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৬ পয়েন্টে। যা আগের সপ্তাহ শেষে অবস্থান ছিল ১৬ দশমিক ২৬ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহে পিই রেশিও কমেছে দশমিক ২৬ পয়েন্ট।
বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে টানা দরপতনে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। এতে পিই রেশিও কমে গেছে। তবে পিই রেশিও ১৫ ঘরে থাকলে বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন তারা। বর্তমানে ব্যাংকসহ বেশ কয়েকটি খাতের পিই রেশিও ১৫ পয়েন্টের নিচে অবস্থান করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top