গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ। পিআইবি প্রথম শ্রেণির বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সারাদেশের ২৮ জন জেলা প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাংবাদিক পলাশ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি হিসেবে প্রশিক্ষণে অংশ নিবেন। তিন দিনে সাংবাদিকতার ১৬টি বিষয়ের উপর ৬ এপ্রিল থেকে প্রশিক্ষণ কর্মশালা পিআইবির অডিটরিয়াম হল রুমে শুরু হবে। ৮ এপ্রিল কর্মশালার অনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে। সাংবাদিক পলাশ ছাড়াও ২৮ জন জেলা প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন। সাংবাদিক পলাশ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম ছাড়াও দৈনিক যায়যায়দিনের গাইবান্ধা জেলা প্রতিনিধি। এছাড়া তিনি সাদুল্যাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সাংবাদিক পলাশ ২০১৩ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মার্স্টাস সম্পন্ন করেছেন এবং গাইবান্ধা আইন মহাবিদ্যালয় থেকে এলএলবি ফাইনাল পরীক্ষা দিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।