নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: হাইমচরের চরভাঙ্গা গ্রামে বজ্রপাতে গরুসহ ১ জন নিহত এবং ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন চরভাঙ্গা গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে আঃ রহিম (৪০)। আর আহতরা হলো : নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী আমেনা আক্তার (১২), তাহমিনা আক্তার (১২), কুলছুমা (১২), জাকিয়া (১২), স্মৃতি (১২), আয়শা (১২) ও সুমি (১২)। এদের মধ্যে তাহামিনা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছে এবং বাকি ৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল হক। নিহত আঃ রহিম বুধবার বেলা ১টা ৩০ মিনিটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে গরু আনার জন্য ক্ষেতে গেলে আকম্মিক বজ্রপাতের আঘাতে সেখানেই গরুসহ রহিম মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। প্রতিবেশী লোকজন তাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে উপস্থিত মেডিকেল অফিসার ডাঃ দীপন দে ও ডাঃ নুরে আলম তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া একই সময় বজ্রপাতের তীব্র শব্দ শুনে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ৭ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে তাদেরকেও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ছাড়া উপজেলার চরভাঙ্গা, চরভৈরবী ও জালিয়ারচর এলাকায় কালবৈশাখী ঝড়ের আঘাতে গাছপালাসহ ফসলের ক্ষতি হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।