নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: মতলব দক্ষিণ উপজেলার মতলব ডিগ্রি কলেজ থেকে মায়ের কোলে চড়ে এসে প্রতিবন্ধী জান্নাতুল ফেরদৌসী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মা নাজমা বেগম মেয়েকে পরীক্ষার হলে বসিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করেছেন। কোলে করে মেয়েকে পরীক্ষা দিতে আনলেও নিয়মের কারণে বাইরে অপেক্ষা করতে হচ্ছে মাকে। মাত্র আড়াই ফুট উচ্চতা ফেরদৌসীর। তবে মেধাবী। সে মতলব ডিগ্রি কলেজের মানবিক শাখা থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে রয়মনেননেছা মহিলা কলেজ কেন্দ্রে। বুধবার সে বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করে। তার বাবার নাম নজরুল ইসলাম। গ্রামের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার লেজাকান্দি। দু ভাই এক বোনের মধ্যে ফেরদৌসীই বড়। বাবা নজরুল ইসলাম একজন কৃষক। এক হতদরিদ্র পরিবারে জন্ম তার। ফেরদৌসীর স্বপ্ন উচ্চ শিক্ষা অর্জন করা। এসএসসি পরীক্ষায় সে ভালো ফলাফল অর্জন করেছে। জান্নাতুল ফেরদৌস বলে, উচ্চ শিক্ষা অর্জন করে বড় হতে চাই। মানুষের সেবা করতে চাই। সে সবার কাছে দোয়া প্রার্থী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।