সকল মেনু

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে এক ডাকাত গুলিবিদ্ধ,দুই পুলিশ আহত

dc4f17cfc5b46b2e3f2e2f85368888a4-3 সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় পুলিশের সাথে ডাকাতদলের কথিত বন্দুকযুদ্ধে আতিয়ার মোড়ল (৩৫) নামে এক ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। আহত হয়েছে পুলিশের দুই সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১টি সাটারগান ও দুই রাউন্ড গুলি ও দুইটি ছোরা। বুধবার ভোর ৫ টার দিকে তালা উপজেলার ইসলামকাটি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। আতিয়ার মোড়ল তালা উপজেলার লাউতাড়া গ্রামের মৃত আফছার উদ্দিনের ছেলে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসলামকাটি এলাকায় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাতরা পিছু হটে।পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ারকে আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আটক ডাকাতের বিরুদ্ধে পাটকেলঘাটা, তালা, ডুমুরিয়া, কেশবপুরসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।আহত আতিয়ার মোড়লের স্ত্রী মাছুরা বেগম জানান, তার স্বামীকে চার দিন আগে বাড়ি থেকে পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যায়। বুধবার সকালে জানতে পারে পুলিশের গুলিতে তার স্বামী আতিয়ার মোড়ল পুলিশের গুলিতে আহত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top