সকল মেনু

চাঁদপুরে আ’লীগ প্রার্থী নাছির উদ্দিন আহমেদ জয়ী

unnamed নিজস্ব বার্তা পরিবেশক,চাঁদপুর: চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহমেদ। মোবাইল প্রতীকে তিনি পেয়েছেন ৪৭ হাজার ১শ’ ৮ ভোট। তার নিকটত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি’র সাবেক নেতা শফিকুর রহমান ভূঁইয়া জগ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৭ ভোট। নির্বাচনে বাতিল হয়েছে ৩৬২০ ভোট। ভোট পড়েছে ৬৬%। চাঁদপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান এ ফলাফল ঘোষণা করেন। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ১৫টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। কয়েকটি কেন্দ্র ছাড়া অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। তবে কিছু কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা গোলযোগ ও অপ্রীতিকর ঘটনার সূত্রপাত করে। এ কারণে ওইসব কেন্দ্রে নির্বাচন পরিচালনা কর্মকর্তাদের নির্দেশে সাময়িক ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। এদিকে নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের দিন দুপুর ১টার দিকে মেয়র প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়া নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তবে তফসিল ঘোষণার পরই বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করায় তাদের ৪জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। উল্লেখ্য, ২০০৫ সালের ২৮ ডিসেম্বর সর্বশেষ চাঁদপুর পৌরসভায় নির্বাচন হয়। ওই নির্বাচনে নাছির উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে জয়লাভ করেছিলেন। ২২ বর্গকিলোমিটার পৌর এলাকার এ নির্বাচনে ১৫টি ওয়ার্ডে ৪৯টি ভোটকেন্দ্রে ১ লাখ ১ হাজার ১শ’ ২২ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৩শ’ ৪০ জন ও মহিলা ৪৯ হাজার ৭শ’ ৮২ জন। এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১৫টি ওয়ার্ডে  ৯৪ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top